ঝিনাইদহ র্যাব-৬ এর অভিযানে নূরতাজ ফুড প্রোডাক্ট বেকারী ও আলিফ ফুড প্রেডাক্টস এর মালিককে মোবাইল কোর্টে ০২ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান। র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ শহর এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। খবর পেয়ে জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। সেসময় নূরতাজ ফুড প্রোডাক্ট বেকারী ও আলিফ ফুড প্রেডাক্টস এ ভেজাল দ্রব্য দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠান দুইটির মালিকদ্বয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।