বসন্ত বরণ উৎসবে গান গাইলেন মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন। এক পর্যায়ে দর্শকের অনুরোধে জেলা প্রশাসক মঞ্চে উঠেন। তিনি শাহ আব্দুল করিমের বসন্তে বাতাসে সই গো গানটি পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক নজরুল ইসলাম টগর, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীসহ অন্যরা।