সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মনছুর হত্যা মামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারীসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব -১১ এসময় ছিনতাই হওয়া অটোরিকশাও উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া থেকে গত ৬ ফেব্রুয়ারি বিকালে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মনছুর নিখোঁজ হন। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি তার মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরবর্তী সময়ে গত ১৩ ফেব্রুয়ারি সোনারগাঁওয়ের বেইলর এলাকার একটি ডোবা থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ ফ্রেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে হত্যার মূল পরিকল্পনাকারী মঞ্জুর হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজারের কাদিরদিয়া থেকে রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় আব্দুল্লাহর অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মূল পরিকল্পনাকারী মঞ্জুর হোসেনসহ অজ্ঞাতপরিচয়ে আরো কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আব্দুল্লাহর মা। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়। হত্যার মূল পরিকল্পনাকারী মঞ্জুর হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বায়েচর গ্রামের বাসিন্দা। অপর আসামি রমজান আলী ছিনতাইকৃত অটোরিকশা কেনা-বেচায় সক্রিয়ভাবে জড়িত। তিনি ভৈরবদী গ্রামের বাসিন্দা।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার (উপ-পরিচালক) একেএম মনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। এর সাথে জড়িত আরো বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। দুই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।