নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ লাল মাহমুদ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
এর আগে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লাল মাহমুদ কক্সবাজার সদরের সমিতিপাড়া এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় চট্টগ্রাম থেকে বরিশালগামী একটি বাসে তল্লাশি করলে গ্রেফতারকৃত ওই ব্যক্তির প্যান্টের গোপন জায়গা থেকে ৭৮৫ পিস ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।