ডেস্ক রিপোর্ট:
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দশ বছর উপলক্ষে আগামী ৬ মার্চ সোমবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিযোগিতার নিয়মাবলীগুলো হলো (১) শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’, চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘খ’ ও অষ্টম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগ। (২) সকল বিভাগের বিষয় উন্মুক্ত। প্রতিযোগীকে ছবি আঁকার সরঞ্জাম সাথে আনতে হবে। আয়োজক প্রতিষ্ঠান কাগজ সরবরাহ করবে। (৩) প্রতিযোগিতার জন্য কোন নিবন্ধন-ফি লাগবে না। (৪) প্রতিযোগিতার দিন প্রতিযোগিতা স্থলে নাম নিবন্ধন করতে হবে। (৫) ‘ক’ বিভাগে দশজন, ‘খ’ বিভাগে দশজন ও ‘গ’ বিভাগে পাঁচজন বিজয়ীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। (৬) প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হবে।