Saturday , 18 February 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আজকের আয়োজন
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারায়ণগঞ্জ
  15. নারী ও শিশু

কক্সবাজারে স্ত্রী ও সন্তানের হত্যাকারী জেবিন গ্রেফতার

প্রতিবেদক
admin
February 18, 2023 4:34 pm

কক্সবাজার প্রতিনিধি:

 

কক্সবাজারে বেড়াতে আসা ৮ মাসের সন্তানকে বালতির পানিতে চুবিয়ে এবং স্ত্রী সুমা দে -কে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন জেবিন দে ওরফে দুলাল। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ এলাকায় তাকে আটকের পর ভিন্ন ভিন্ন পরিচয় দিচ্ছিলেন জেবিন।

শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকালে তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেবিন তার ভিন্ন নাম পরিচয়ের সঠিকটা বলেছেন। তার নাম জেবিন দে ওরফে দুলাল। জিজ্ঞাসাবাদে ৮ মাসের সন্তানকে বালতির পানিতে চুবিয়ে আর স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। ঠিক কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় জেবিনের পাশাপাশি তার বাকি দুই সন্তানকেও হেফাজতে নিয়েছে পুলিশ। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত সুমা দে ও শিশুকন্যার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ পর্যন্ত তাদের কোনো স্বজন কক্সবাজার এসে পৌঁছায়নি, পরিবারের কেউ আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কলাতলীর আবাসিক হোটেলের কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ১৪ ফেব্রুয়ারি তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে হোটেলে উঠে জেবিন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন