সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাসহ অন্যান্য থানার ০৮ থেকে ১০টি মামলার কুখ্যাত ডাকাত, ছিনতাইকারী ও সন্ত্রাসী মোঃ সাহেব আলী (৩৫), কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামি মোঃ সাহেব আলী, পিতাঃ মৃতঃ গিয়াস উদ্দিন, মাতাঃ মোছাঃ রহিমা খাতুন, সাং- আটি ওয়াবদা কলোনী, থানা সিদ্ধিরগঞ্জ জেলাঃ নারায়ণগঞ্জ এর বাসিন্দা। তথ্য সূত্রে জানাযায় গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় গ্রেফতারের নির্দেশ রয়েছে আসামি সাহেব আলীর বিরুদ্ধে।
সেই ধারাবাহিকতায় অদ্য ১৮/০২/২০২৩ ইং (শনিবার) পুলিশ পরিদর্শক জনাব হাবিবুর রহমান নেত্রীত্বে এসআই/ সানোয়ার হোসেন, এসআই/ ইয়াউর রহমান, এসআই/ আঃ রাজ্জাক, এসআই/ আলমগীর হোসেন, এএসআই/ হাসান মিয়া, এএসআই/ জহিরুল ইসলাম-১, এএসআই/ জহিরুল ইসলাম-২, এএসআই/ শওকত হোসেন সহ অভিযান পরিচালনা করে আটি ওয়াবদা কলোনী এলাকায় থেকে আসামি মোঃ সাহেব আলীকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন।