রাণীশংকৈল, প্রতিনিধি:
এখন ৪ বছর বয়স আরিফের। জন্মের পর থেকে মাঝে মধ্যে শ্বাসকষ্ট হতো তার। এক বছর পর ধরা পড়েছে, তার হার্টে ছিদ্র আছে। ছেলের অসুস্থতা ঘিরে দুশ্চিন্তায় পড়ে গেছে তার দরিদ্র বাবা-মা।
আরিফ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মীরডাঙ্গী পাইকার বস্তিতে দিনমজুর রুবেল হোসেন ও গৃহিণী দুলালির একমাত্র মেয়ে।
রুবেল হোসেন জানান, চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরিফকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ছিদ্র ধরা পড়ে। ঢাকায় জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট ও হাসপাতালে দ্রুত ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এতে লাগবে ৫ লাখ টাকা। এই খরচ বহন করার সক্ষমতা নেই দিনমজুর রুবেলর। টাকার অভাবে তাই ছেলের অপারেশন করাতে পারছেন না বলে জানান তিনি।
৮নং নন্দুয়ার ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুল ইসলাম বলেন, অচ্ছল অসহায় পরিবারটি এ ধরনের রোগে চিকিৎসার কথা ভেবে দিশাহারা হয়ে পড়েছে। অসহায় পরিবারটি প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত সকলের।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন শিশু আরিফের বাবা-মা।।
চিকিৎসা সহযোগিতার জন্য বিকাশ/নগদ একাউন্ট নম্বর ০১৭৭৩৩০৯৩৮৫
যোগাযোগ করার আহ্বান জানান রুবেল। নাম্বার 01773309385