৫১ মোবাইলসহ আটক ৩ মোবাইল চোর
রাজধানীতে অভিযান চালিয়ে তিন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৫১টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর এএসপি এনায়েত করিম।
আটককৃতরা হলেন- সবুজ (২৮), শাকিব (২০) ও শাকিল ওরফে আকাশ (২১)।
এএসপি এনায়েত করিম বলেন, শুক্রবার রাজধানী ঢাকার শাহবাগের ওসমানী উদ্যান পার্ক এলাকায় একটি অভিযান চালানা হয়। এসময় দেশের বিভিন্ন স্থান হতে সংগৃহীত চোরাই মোবাইল ফোন মজুদ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে তিনজন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
এনায়েত করিম জানান, তারা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত মোবাইল ফোন সংগ্রহ করে আসছিলেন। শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে পরে বিক্রি করতেন তারা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।