সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২০ (ফেব্রুয়ারী) ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩৬ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে ০১ টি পিকআপসহ গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার কৃত আসামিরা হোলো ১। মোঃ সাব্বির (২৮), পিতা-মোঃ মাসুদ, মাতা- রিনা বেগম, সাং- পশ্চিম কাজী কসবা (বদলপাড়া), থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ ২। মোঃ সবুজ (২৩), পিতা-মৃত শাহ আলম, মাতা- জানু বেগম, সাং- পশ্চিম কাজী কসবা (বদলপাড়া), থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে । মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।