কুড়িগ্রাম প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারির মর্যাদা তুলে ধরতে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের উদ্যোগে “এমিটি পাঠাগার ও পাঠশালা” উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে কুড়িগ্রাম উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চঁাদনী বাজার নামক স্থানে এই পাঠাগার স্থাপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, লেখক আবুহেনা মোস্তফা, চিলমারী সহকারী
শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম বিএসসি, রেজাউল করিম রেজা, রফিকুল ইসলাম আনসারি, প্রোগ্রাম কোঅরডিনেটর ইউনিভার্সাল এমিটি
ফাউন্ডেশনের মোহাম্মদ মেহেদী হাসান দূর্জয় প্রমুখ।
দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাস কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্য পাঠদানের উদ্দেশ্যে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পাঠাগার ও পাঠশালা নির্মান করা হয়। বিগত বন্যায় তিস্তা নদীর ভাঙ্গনের কবলে পড়ে
অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির এবং বসত ভিটে নদীর বুকে বিলুপ্ত হয়েছে।
অর্থনৈতিক ভাবে দরিদ্র পীড়িত এই অঞ্চলের অনেক শিক্ষার্থী অর্থের অভাবে জীবন বাচানোর তাগিদে লেখাপড় বন্ধ হয়ে যায়। এতে করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ড্রপ
আউট হয়ে পড়ে অনেকেই। দারিদ্রতার অভিশাপে ঝরে পড়া শিক্ষার্থীদের লেখা পড়া সচল রাখতেই এমিটি পাঠাগার নির্মাণ করে। এমিটি পাঠাগার ও পাঠশালা
থেকে দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়ে থাকে।
অনুষ্ঠান শেষে এক শারীরিক প্রতিবন্ধীকে একটি ব্যাটারিচালিত অটো রিকসা প্রদান করা হয়।