বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা ঘারমোড়া এলাকায় ঘরের শিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে স্বর্ণা আক্তার (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১.৩০ ঘটিকায় বন্দর থানাধীন চর ঘারমোড়া এলাকার প্রবাসী সোহাগ প্রধানের বাড়ির দ্বিতীয় তলার ১টি ঘরে।
এ ব্যাপারে নিহত গৃহবধূ স্বর্ণা আক্তার’র পিতা ঘটক মরজল মিয়ার সাথে কথা বললে সে জানান, আমার মেয়ে স্বর্ণাকে প্রায় ৭ মাস পূর্বে মুন্সীগঞ্জ এলাকার সোহেল নামের এক ছেলের সাথে বিয়ে দেই। সে বর্তমানে লিবিয়া প্রবাসী। ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি রাতে আমার মেয়ে স্বর্ণা আক্তার মোবাইল ফোনে কার সাথে জানি উচ্চ কণ্ঠে কথা শুনতে পাই। এরপর আমি কিছুই জানিনা।
খবর পেয়ে বন্দর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরন করেন। তবে আত্মহত্যা ঘটনাটির রহস্য খুঁজে পাওয়া যায়নি।