Thursday , 23 February 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আজকের আয়োজন
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারায়ণগঞ্জ
  15. নারী ও শিশু

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
admin
February 23, 2023 6:00 pm

বন্দর প্রতিনিধি:

২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় বন্দর উপজেলা প্রশাসন’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা’র সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর’র সঞ্চালনায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মায়ের ভাষায় কথা বলার অধিকার টুকু তারা হরন করতে চেয়েছিলো। তৎকালীন প্রেসিডেন্ট জিন্নাহ সাহেব আমাদের উপর উর্দু ভাষা চালু করতে হবে এমন ঘোষণা আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিলো, এটা ছিল আমাদের জন্য আত্মঘাতী এক সিদ্ধান্ত। আমাদের বাঙালি জাতি তা প্রত্যাখ্যান করলো, তখন এই দেশের জনগণ বললো ১২শ মাইল দূরের এক খন্ড আর এখানে আরেক খন্ড, এটা এক হতে পারে না। আমরা উর্দু মানি না, আমাদের ভাষা বাংলা সংস্কৃতি, রাজনীতি, তাদের ভাষা আমাদের জন্য এক হতে পারে না। এরপর শুরু হল ভাষা আন্দোলন ৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভুত্থান, ৭১ সালের মুক্তিযুদ্ধ, এরপর স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন হলো রাষ্ট্রভাষা পেলাম, পরাধীন মুক্ত হলাম আমরা।
এতে আরো উপস্থিত ছিলেন, বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার (ভুমি) সুরাইয়া নাসরিন, বন্দর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, বন্দর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান প্রমুখ।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত