রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রায়গঞ্জে আধ্যাত্মিক সাধকের আগমন যিনি দীর্ঘদিন যাবৎ ভাত মাছ মাংস না খেয়েই বেচেঁ আছেন।
অর্ধ শায়িত মাঝ বয়সী লোকটা বেশ হৃষ্টপুষ্ট, দুই হাতে অনেকগুলো লোহার বালা। বুকে পিঠে পেচানো লোহার শেকল যার মাঝে মাঝে ঝুলছে কয়েকটা তালা। সত্যিই বেশ বৈচিত্রময় মানুষ তিনি। তার নাম লিটন, বয়স ৬৫, বাড়ি কুষ্টিয়া জেলায়, লোকে ডাকে শেকল বাবা বলে।
পরনে লাল রঙের গামছার লুঙ্গি, বুকে পিঠে পেচানো অনেকগুলো লোহার শেকল যার মাঝে মাঝে ঝুলছে কয়েকটা তালা, দু হাতে পরা রয়েছে পঁচিশ টা মতো বালা, প্রত্যেক টা আগুলে বিভিন্ন রঙের দুই তিনটা করে আংটি, সিরাজগঞ্জে রায়গঞ্জ পৌরসভার মহেশপুর ঈদ গা মাঠে ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা সময় দেখা গিয়েছে এই আধ্যাত্মিক লোক টা কে ।
তার সাথে কথা বলে জানা যায় সে মাটি ছাড়া অন্য কোন উঁচু স্থানে বসে না। নিজস্ব নারিকেলের মালই এর পাত্র ছাড়া অন্য কোন পাত্রে পানি বা চা পান করেন না। সে ভাত মাছ মাংস কিছুই খান না। সারা দিনে একটা ফল (আপেল) জাতীয় খাবার হলেই তার ক্ষুদা নিবারণ হয়ে যায়। এই সাধক আরও বলেন পৃথিবীর সব জায়গা মানুষের থাকার জায়গা না, অর্থ সম্পদ কিছু সাথে যাবে না, তাহলে ও সবের লোভ করে কি লাভ আছে….! আমার সম্পদ আমি। এই সম্পদ লোভের জন্য না সত্যর জন্য। পরিশেষে মানুষ ছাড়া ক্ষ্যপারে তুই মুল হারাবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি।
তার বাড়ি কুষ্টিয়া তে হলেও তাকে বছরে কয়েক বার মিরপুর শাহ্ আলী মাজারে দেখা যায় বর্তমানে রায়গঞ্জে ব্রহ্মগাছা বাজারে অবস্থান করছেন, তিনি কুষ্টিয়া পাগল সমিতির সভাপতি বলে নিজেকে দাবী করেন। শহর গ্রামে- গঞ্জে পায়ে হেঁটে অথবা ভ্যানে চরে চলাচল করেন। মন যেদিকে চায় সেদিকে চলে যান।