নিজস্ব প্রতিবেদক:
খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মঈনুল হক বিপিএম (বার) পিপি এম (বার) বলেছেন, সততার সাথে পুলিশ কর্মকর্তার পেশাগত দায়িত্ব পালন করতে হবে। থানা হবে সেবাকেন্দ্র। থানায় গেলে মানুষকে সেবা প্রদান করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সকাল সাড়ে ১১ টায় পাইকগাছা থানা চত্ত্বরে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে থানার দ্বি-বার্ষিক পরিদর্শন সভায় তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১১ টায় রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মঈনুল হক পাইকগাছা থানায় পৌছালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান, খুলনা সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম।