Sunday , 26 February 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আজকের আয়োজন
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারায়ণগঞ্জ
  15. নারী ও শিশু

ক্যামব্রিয়ান স্কুলের নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
admin
February 26, 2023 12:32 pm

বিশেষ প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সুষ্মিত সাহার সন্ধান পাওয়া গেছে। রবিবার ২৬ ফেব্রুয়ারী সকাল ৯টায় তাঁর মরদেহ ভেসে উঠে। এর আগে বৃহস্পতিবার দুপুর ১টায় পানিতে নেমে নিখোঁজ হয় সুষ্মিত।

সুষ্মিত সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে। সে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাড়ির উপপরিদর্শক বাবুল বালা। তিনি বলেন, বেলা ১ টার দিকে নিহতের পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে। এরপরেই তার পরিবার স্কুল ছাত্রের লাশ নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।’

জানা যায়, ঘটনার দিন নদীতে গোসল করতে নামে প্রতিষ্ঠানটির একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্ররা। হঠাৎ নদীর তীরে বড় ঢেউ চলে এলে তলিয়ে যায় বেশ কয়েকজন শিক্ষার্থী। প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রদের সহযোগীতায় উদ্ধার করা হয় প্রায় চারজন ডুবতে থাকা ছাত্রকে। এর কিছু সময় পর নদীর পাড়ে বেঁধে রাখা নৌকার নিচ থেকে উদ্ধার করা হয় শাহরিয়ার ইশতিয়াক শামসকে (১৬)। উদ্ধার করার পরেই দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত ঝড়ছে শামসের। মুমূর্ষু অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এরই মাঝে খবর আসে খোঁজ পাওয়া যাচ্ছে না আরেক ছাত্র সুষ্মিত সাহার। সহপাঠীদের একজন বলে উঠেন, সুষ্মিতও বাকিদের সাথে নেমেছিল নদীতে গোছল করতে। সংবাদ শুনেই মুর্ছা যায় সুষ্মিতের মা। এরপরেই নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনী।

সর্বশেষ - Uncategorized