Tuesday , 28 February 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আজকের আয়োজন
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারায়ণগঞ্জ
  15. নারী ও শিশু

ধর্ষণের অভিযোগে হাকিমির বিরুদ্ধে তদন্ত শুরু কারাবন্দি ব্রাজিলের দানি আলভেজ

প্রতিবেদক
admin
February 28, 2023 2:10 pm

আন্তর্জাতিক ডেস্ক:

 

সম্প্রতি ধর্ষণের দায়ে কারাবন্দি হয়েছেন ব্রাজিলের দানি আলভেজ। পিএসজির মরোক্কান তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধেও এবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ২৪ বছর বয়সী এ ডিফেন্ডারের বিরুদ্ধে এ অভিযোগের তদন্তও শুরু করেছে ফরাসি প্রসিকিউটররা।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ২৪ বছর বয়সী এক নারী রবিবার (২৬ ফেব্রুয়ারি) থানায় আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। তার দাবি, হাকিমি গত ২৫ ফেব্রুয়ারি প্যারিসের শহরতলির বাড়িতে তাকে ধর্ষণ করেন।

আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সোমবার থেকে প্রাথমিক তদন্ত শুরু করেছেন ফরাসি প্রসিকিউটররা। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনোকিছু জানানো হয়নি। কিন্তু এএফপির কাছে অভিযোগ করে তারা বলেন, “এ তথ্য ইতোমধ্যে জনসমক্ষে এসেছে এবং সংবাদমাধ্যমগুলো সত্য অনুসন্ধানের চেষ্টা করেনি।”

 

পিএসজি কিংবা আশরাফ হাকিমির পক্ষ থেকেও এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা মন্তব্য এখন পর্যন্ত আসেনি। কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান এবং আরব দল হিসেবে প্রতিযোগিতার সেমিফাইনালে পা রাখে মরক্কো। মরোক্কানদের ঐতিহাসিক এ অর্জনে বড় অবদান ছিল হাকিমির। সোমবার রাতে ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। সেখানে ফিফপ্রো বর্ষসেরা একাদশেও নাম ওঠে মরোক্কান এ ফুটবলারের।

সর্বশেষ - Uncategorized