Tuesday , 28 February 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আজকের আয়োজন
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারায়ণগঞ্জ
  15. নারী ও শিশু

ফিলিস্তিনি গ্রামগুলির ওপর ইসরায়েলি গণহত্যা শুরু করেছে

প্রতিবেদক
admin
February 28, 2023 11:23 am

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস এলাকায় ফিলিস্তিনি গ্রামগুলির ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গণহত্যা শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় তারা সামিহ আল-আকতাশ (৩৭) নামে এক ফিলিস্তিনিকে রবিবার(২৬ ফেব্রুয়ারি ২০২৩) রাতে গুলি করে হত্যা করে। খবর আল জাজিরার।

এ সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গুলি ও অগ্নিসংযোগ সহ অন্তত ৩০০টি হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। এ দিনের ঘটনাকে “পোগোম” হিসাবে বর্ণনা করা হয়েছে। স্থানীয় ভাষায় “পোগোম” মানে পরিকল্পিত ও সুসংগঠিত হত্যাকান্ড,গণহত্যা ও  লুন্ঠন।

প্রতিবেদনে বলা হয়, নাবলুসের দক্ষিণে জাতারা গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর প্রহরায় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামগুলির ওপর একের পর এক হামলা চালায়। এ সময় পেটে গুলিবিদ্ধ হয়ে সামিহ আল-আকতাশ নিহত হন। আহত হন অনেকে।

শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারী কারফিউ ভঙ্গ করে সেনাবাহিনীর সহায়তায় হুয়ারায় যায়। একে একে ২০টির বেশি বাড়িতে অগ্নিসংযোগ, মানুষের ব্যবহৃত কারে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক  গুলি বর্ষন করে।

সামিহ আল-আকতাশ তুরস্কে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের স্বেচ্ছাশ্রমে সাহায্যের জন্য সেখানে গিয়েছিলেন। মাত্র ৫দিন আগে তিনি ফিলিস্তিনে ফিরেন। সামিহ আল-আকতাশ ব্যক্তিগত জীবনে পাঁচ সন্তানের বাবা ছিলেন।

সর্বশেষ - Uncategorized