ডেস্ক রিপোর্ট:
ঢাকা মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর-১০ স্টেশন থেকে যাত্রী ওঠানামা শুরু হয়েছে। প্রকল্পের কর্মকর্তারা জানান, মিরপুর-১০ স্টেশনটি বুধবার (১ মার্চ) সকালে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে উত্তরা এবং আগারগাঁওয়ের মধ্যে ৯টি স্টেশনের বাকী সবগুলো খুলে দেওয়া হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, মার্চ মাসের মধ্যেই মেট্রোরেলের বাকি স্টেশনগুলো খোলার তারিখ ঘোষণা করা হবে।
দেশের প্রথম মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশটি ২০২২ সালের ২৯ ডিসেম্বর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।
ঢাকায় মেট্রোরেল সার্ভিস উদ্বোধনের প্রায় এক মাস পর গত ২৫ জানুয়ারি কর্তৃপক্ষ মিরপুরের পল্লবী স্টেশন খুলে দেয়। পরবর্তীতে গত ১৮ ফেব্রুয়ারি মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন খুলে দেওয়া হয়।
বর্তমানে যাত্রীরা উত্তরা উত্তর স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা এবং আগারগাঁও থেকে পল্লবী রুটে মেট্রোরেলে চলাচল করছেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মতে, ২০২৪ সালের শেষ নাগাদ মতিঝিল এবং ২০২৫ সালের মধ্যে কমলাপুর পর্যন্ত রেল চলাচল শুরু হতে পারে।