বিশেষ প্রতিনিধি:
নানা চতুর কৌশলে তরুণীদের ‘প্রেমের ফাঁদে ফেলে’ শারীরিক সম্পর্ক করাই নেশা এবং পেশা হিসেবে বেছে নিয়েছেন মোঃ নাসিম (১৯)। প্রাচ্যের ড্যান্ডি খেত নারায়ণগঞ্জ শহরের দেওভগ এলাকায় সপরিবারে থাকেন তিনি। ১০ শ্রেণীর গন্ডি না পেরোতেই তার হাতে প্রতারণার শিকার অন্তত ডজন খানেক তরুণী। নাসিম একা নয়, রয়েছে একটি সংঘবদ্দ চক্র, যাদের মূল কাজ উর্তী বয়েসী তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে সর্বশান্ত করা, মাদক সেবনেও পিছিয়ে নেই নাসিম, ১৯ বছর বয়সী নাসিম মাদক সেবন কালে নারায়ণগঞ্জ পুলিশের হাতে ধরা খেয়ে জেলো খেটেছেন। রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে মাদক ব্যবসা, কিশোরগ্যাং, মারধোর সহ চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোকও আছে নাসিমের বিরুদ্ধে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক নাসিমের প্রেমের ফাঁদে পরে সর্বশান্ত হওয়া এক তরুণী জানান, “প্রথমে একই এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় হয়, পরে স্কুল থেকে বাসায় আসা যাওয়ার সময় পথ আটকে বিভিন্ন প্রশ্ন করে, পরে ভালো বন্ধু হওয়ার কথা বলে বন্ধুত্বের সম্পর্ক করে, সেখান থেকে প্রেমের প্রস্তাব দেওয়া হয় প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন কৌশল অবলম্বন করে, এক পর্যায়ে বাদ্ধ হয়ে প্রস্তাব গ্রহণ করতে হয়, এর পরথেকেই শুরুহয় নাটকের মূল কাহিনী, সম্পর্কের একপর্যায়ে ঘুরতে যাওয়ার কথা বলে নাসিমের পূর্ব পরিকল্পিত স্থানে নিয়ে বিয়ে করার প্রতিশ্রতি দিয়ে শারীরিক সম্পর্ক করতে চায়, রাজি না হলে বিভিন্ন ধরণের ভয় ভীতি দেখানো হয়, এক পর্যায় নাসিমের সাথে শারীরিক সম্পর্ক করতে বাদ্ধ হতে হয়” এ বিষয়ে এলাকাবাসীদের সাথে কথা বললে তারা জানান প্রশাসন বিভিন্ন সময় অভিযান করে ধরে নিয়ে গেলেও কিছুদিন পরে আবারো জেল থেকে বেরহয়ে একই কাজে লিপ্ত হয়। এবিষয়ে নাসিমের সাথে মুঠো ফোনে যোগাযোগ হলে তিনি সম্পূর্ণ বিষয়টিকে অস্বীকার করেন।