Thursday , 2 March 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আজকের আয়োজন
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারায়ণগঞ্জ
  15. নারী ও শিশু

র‌্যাব-১১ কর্তৃক ৯০ কেজি গাঁজা ও পিকআপ সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
admin
March 2, 2023 1:23 pm

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের র‌্যাব-১১, সদর কোম্পানী একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ মার্চ ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৩:১৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন নতুন কদমতলী সাকিনস্থ নতুন কদমতলী কমিউনিটি ক্লিনিকের সামনে কাঁচা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপ গাড়ি মোডিফাই এর মাধ্যমে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ৯০ (নব্বই) কেজি গাঁজা ও পিকআপ সহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শাহীন (৫০), পিতা-মোঃ ফিরোজ মিয়া, সাং-নতুন কদমতলী, পোষ্ট- দরিয়াদৌলত, থানা- বাঞ্ছারামপুর জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মুন্না (২৪), পিতা- বকুল, সাং- ভাদুঘড়, ১২ নং ওয়ার্ড, পোষ্ট- বি-বাড়িয়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ রাসেল (২৪), পিতা- মোঃ ইদন মিয়া, সাং-লেশিয়ারা, পোষ্ট- কুঠি, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। বাছেদ (৪২), পিতা-মৃত আবুল কাশেম, সাং-সোনারামপুর, পোষ্ট-সোনারামপুর, থানা- বাঞ্ছারামপুর জেলা-ব্রাহ্মণবাড়িয়া। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ১,৪৯০/-টাকা, ০২টি মোবাইল, ০২টি সীম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন