খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সদস্যরা। বৃহস্পতিবার( ২ মার্চ )সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এ সময় রামগড় উপজেলার নাকাপা এলাকা হতে ১০০০ সিএফটি অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা। জব্দকৃত কাঠগুলো রামগড় বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সেনাবাহিনী সূত্র জানায়, পাহাড়ে বনাঞ্চল রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে সেনা অভিযান অব্যাহত থাকবে।