Friday , 3 March 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আজকের আয়োজন
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারায়ণগঞ্জ
  15. নারী ও শিশু

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
admin
March 3, 2023 11:33 am

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলায় গলায় ফাঁস দিয়ে গোপাল মুখার্জি (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার মিঠাখালি ইউনিয়নের টাটিবুনিয়া গ্রামের নিজ বাড়ির উত্তর পশ্চিম পাশে মেহগনি গাছের ডালের সাথে লাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মৃত গোপাল মুখার্জির মা পুষ্প মুখার্জি জানান, সন্ধ্যায় বাড়িতে পৈতা দান (উপনয়ন) ধর্মীয় অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে প্রতি রাতের মত গোপাল মুখার্জি রাত আনুমানিক ১টার দিকে গ্রামের টাটিবুনিয়া স্কুলের পাশে ইকলাছের চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরে।

ভোর আনুমানিক ৬টার দিকে বাড়ির উত্তর পশ্চিম পাশে গোবিন্দ মন্দিরের কাছে গিয়ে গোপাল মুখার্জিকে মন্দিরের পেছনে মেহগনি গাছের ডালের সাথে গলায় লাইলনের রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সবাইকে ডাকা ডাকি করি। তখন আশেপাশের প্রতিবেশী সহ লোকজন গাছ থেকে গোপাল মুখার্জিকে নিচে নামিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোপাল মুখার্জিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপাল মুখার্জির আত্মহত্যার কারণ জানা যায়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - জেলার খবর