ঢাকা ডেস্ক:
ঢাকা ক্লাব লিমিটেড কর্তৃক আয়োজিত ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্ট ২৮-০৪ মার্চ, ২০২৩ তারিখে ঢাকা ক্লাব টেনিস কোর্টে অনুষ্ঠিত হয়। ১৫টি টেনিস ক্লাবের ১০৩ জন খেলোয়াড়ের মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী তিনি বলেন মানুষ মনে করে টেনিস খেলা শুধু বড় লোকদের আসলে টেনিস খেলা শুধু বড় লোকদের জন্য না সবার জন্য। অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী ঢাকা ক্লাব কে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্ট ২০২৩ আয়োজনের জন্য। দেশের ক্রিড়া অঙ্গনে টেনিস সহ সকল প্রকার খেলা-ধুলার প্রতি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
ঢাকা ক্লাবের সভাপতি, খন্দকার মশিউজ্জামান রোমেল, বোর্ড অব ডাইরেক্টর, ডাইরেক্টর ইনচার্জ আউটডোর স্পোর্টস জনাব তানভীর হাবিব রহমান সহ সম্মানীত ডাইরেক্টর্স বৃন্দ উপস্থিত ছিলেন।
৪ টি ক্যাটাগরিতে অনুর্ধ মেয়ে ১২, অনুর্ধ মেয়ে ১৫, ছেলে সিঙ্গেল এবং পুরুষ দলে খেলা হয়।
অনুর্ধ ১২ বছরে জনাব তারা সাবা রহমান চ্যাম্পিয়ন এবং জনাব সোফিয়া কাবের রানার্সআপ হন ।
অনুর্ধ মেয়ে ১৫ বছরে জনাব হুমায়রা হায়দার (জারা) চ্যাম্পিয়ন হন এবং জনাব পারবিন বারি রানার্সআপ হন।
ছেলেদের সিঙ্গেল টুর্নামেন্ট জনাব নাসাফ আহমেদ নাসির চ্যাম্পিয়ন হন এবং জনাব আরহাম আজিজুল আমিন রানার্সআপ হন।
পুরুষ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পুলিশ অফিসার্স টেনিস ক্লাব এবং ঢাকা ক্লাব লিমিটেড রানার্সআপ হন।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সবাই কে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার হিসেবে দেয়া হয়। এই টুর্নামেন্ট মেজর স্পন্সর করেন হাবিব মেমোরিয়াল ও কো-স্পন্সর করেন এম এ ই ।