Saturday , 4 March 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আজকের আয়োজন
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারায়ণগঞ্জ
  15. নারী ও শিশু

ফতুল্লায় বখাটের উৎপাতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

প্রতিবেদক
admin
March 4, 2023 3:36 pm

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে লামিয়া (১৬) নামে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। লামিয়ার মৃত্যুরপরও বখাটেরা তার বাড়ি ছাড়েনি।

 

ভয়ে লামিয়ার বাবা এদিন রাতের অন্ধকারে লাশটিকে দাফন করে দেয়। ঘটনার ৩দিন পর মৃত্যুর বিষয়টি জানাযানি হলে এলাকাবাসী মাঝে আলোচনা সমালোচনা ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ লামিয়ার বাড়ি পরিদর্শন করে শোকাহত পরিবারকে শান্ত দেন।

গত বুধবার (১ মার্চ) দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় শুক্রবার রাতে দুই বখাটের নাম উল্লেখ করে নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, নিহত লামিয়া কানাইনগর এলাকার আঃ রহিমের একমাত্র মেয়ে। স্থানীয় কানাইনগর সোবহানিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী। এ বছর ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয়ার প্রস্তুতি ছিল লামিয়ার।

লামিয়ার বাবা আঃ রহিম জানান, দীর্ঘদিন যাবত একই এলাকার পিয়ার আলীর বখাটে ছেলে মাহিন ওরফে মোহন (২৩) তার সহযোগী আল আমিনসহ ৪/৫ জনকে সঙ্গে নিয়ে স্কুলে আসা যাওয়ার পথে লামিয়াকে কুপ্রস্তাব দিয়ে জোর করে শারীরিক নির্যাতন করত।

তিনি আরো বলেন, ১মার্চ দুপুরে স্কুল থেকে বাসায় আসার পথে লামিয়াকে কুপ্রস্তাব দিয়ে জোর করে শারীরিক নির্যাতন করার চেষ্টা করে মোহন। এদিন তাদের প্রতিহত করে দৌড়ে লামিয়া বাসায় চলে আসলেও বখাটে মোহন দলবল নিয়ে বাসায় চলে আসে। মায়ের সামনেই লামিয়াকে অশ্লীল কথা বলে ডাকতে থাকে মোহন।

বখাটে মোহনের সন্ত্রাসী কায়দায় এমন মারাত্মক উৎপাতে ভয়ে লামিয়া ও তার বাবা মা চিন্তিত হয়ে পড়েন। বিকেলে তার বাবা ব্যবসায়ীক কাজে বাসা থেকে বাহিরে বের হয়। তার মা সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওইসময় লামিয়া আত্মহত্যা করেছে।

আঃ রহিম বলেন, আমার মেয়ে বখাটেদের শ্লীলতাহানি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি বখাটেদের বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। দ্রুত পুলিশী সেবা পেতে সরকার ৯৯৯ চালু করেছে। যেকোন স্থানে বিপদে পড়ে মোবাইলে অথবা টেলিফোনে ৯৯৯ উঠিয়ে ফোন করে সমস্যা জানিয়ে সহযোগিতা পাবে যেকেউ।

 

আঃ রহিম  অথবা তার স্ত্রী কিংবা তার মেয়ে ফোন করে সহযোগীতা চায়নি। আমরা চেষ্টা করছি বখাটেদের গ্রেপ্তার করার। এঘটনায় মামলা হয়েছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

ফুলপরীকে নিরাপত্তা দিতে কুষ্টিয়া-পাবনার এসপিকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

রাণীশংকৈলে গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে পাগল করা ঘ্রাণ

১০ টাকার বায়না ধরায় ৮ বছরের সন্তানকে হত্যা মাকে ব্যতিক্রমী সাজা দিলেন আদালত 

আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ও বাস ভাঙচুর

জুয়া ও ব্যাংক ঋণের জন্য নিজ বাসায় ডাকাতি করে পালানোর সময় শ্বাসরোধে করে নানিকে হত্যা

রিয়াজ হত্যার মোঃ কাউছারসহ র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার ০২।

বন্ধ হলো ডিআইইউর বনানী ক্যাম্পাসের হিসাব শাখা

পাকিস্তানে করাচি পুলিশ কার্যালয়ে সশস্ত্র হামলা তুমুল গুলিবর্ষণ

নারায়ণগঞ্জের কাউন্সিলর বাদলের স্ত্রীর মরদেহ উদ্ধার

বাবার জানাজায় না গিয়ে ভাতিজিকে ধর্ষণ করে হত্যা চাচা আটক