নিজস্ব প্রতিনিধি:
বেহেস্তে মসজিদ বানিয়ে দেওয়া ও জিনদের খাওয়া-দাওয়ার নামে প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনাজপুরে কথিত ‘জিনের বেগম’সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযানে জেলা শহরের পাটুয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- ওই এলাকার কথিত জিনের বেগম লাইজু (৪০), আঁখি সুবর্ণা (৩০), আলতাফ হোসেন (৫২) ও অনুরাগ আল ইমরান (২৭)।
রোববার (৫ মার্চ) পুলিশ সুপার কার্যালয় ব্রিফিংয়ের এসপি শাহ ইফতেখার আহমেদ এ খবর জানান।
পুলিশ সুপার জানান, দীর্ঘ চার বছর যাবৎ কথিত জিনের বেগম লাইজুসহ প্রতারক চক্রটি ধর্মের অনুভূতিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার এক আমেরিকা প্রবাসীর মাকে বেহেশতে মসজিদ তৈরি ও জিনদের খাওয়া-দাওয়া করানোর নামে তিন বছর ধরে তিন কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন।