নিজস্ব প্রতিনিধি:
ফতুল্লার তল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) বিকেলে তল্লা রেললাইন চৌরাস্তা মোড় থেকে প্লাস্টিকের বস্তায় থাকা ফেন্সিডিলগুলো উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানায়, শনিবার বিকেল পাঁচটার দিকে তল্লা পরিত্যক্ত রেললাইনস্থ চৌরাস্তা মোড়ের পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে পরিত্যক্তাবস্থায় ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পুলিশ দেখতে পেয়ে মাদক কারবারিরা ফেন্সিডিলের বস্তা রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।