বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় গোলাম রাব্বি (২২) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে পথচারীরা।
রোববার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ফতুল্লা মডেল থানার আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
আটকৃকত গোলাম রাব্বি ফতুল্লা মডেল থানার কাশিপুর মুলিবাঁশ এলাকার আসাদ ওরফে মিজান মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বাবুল জানায়, গ্রেফতারকৃত গোলাম রাব্বি একজন পেশাদার ছিনতাইকারী ও চোর। তাদের একটি সিন্ডিকেট বা চক্র রয়েছে। এই চক্রের সদস্যরা প্রতিদিনই আদালতপাড়ায় প্রবেশ করে সুযোগ বুঝে মোবাইল, টাকা-পয়সা, মূল্যবান সামগ্রী চুরি ও ছিনতাই করে থাকে। রোববার দুপুর ১২টার দিকে এক ব্যক্তির নিকট থেকে গ্রেফতারকৃত গোলাম রাব্বি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পথচারীরা। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেফতাকৃতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আরো একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।