ডেস্ক রিপোর্ট:
প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে প্রায় সবার হাতেই বিভিন্ন ব্র্যান্ডের নানা মডেলের মোবাইল ফোন দেখা যায়। চলার পথে নিত্যপ্রয়োজনীয় জিনিসটি ছাড়া দৈনন্দিন জীবনে ভাবাই এখন অসম্ভব।
কিন্তু বিস্ফোরণের কারণে সারাদিনের সঙ্গী এ মোবাইল ফোনই কখনও কখনও বিপদের কারণ হতে পারে। নিচের কারণগুলোর জন্য মূলত মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়-
প্রযুক্তিগত ত্রুটি
নির্মাতা সংস্থার ভুলে অনেক সময় মোবাইল ফোনে একাধিক ত্রুটি থেকে যায়। আর এ ত্রুটির কারণেই মোবাইল ফোনের ভিতরে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারি বিস্ফোরিত হয়।
সাধারণত নিম্ন মানের ব্যাটারি ব্যবহৃত হলে শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তাই সস্তার মোবাইল ফোন ব্যবহারের আগে সতর্ক হওয়া উচিত।
ব্যাটারি নষ্ট হয়ে গেলে
হাত থেকে পড়ে গেলে, পানি ঢুকে গেলে বা অতিরিক্ত গরম হয়ে মোবাইল ফোনের ব্যাটারি খারাপ হয়ে যায়। এ ধরনের ব্যাটারি ব্যবহার করতে গেলে বিস্ফোরণের আশঙ্কা বেড়ে যায়। বিশেষ করে ব্যাটারি ফুলে গেলে অবিলম্বে সেটি বদলানো প্রয়োজন।
খারাপ চার্জার
কেনার সময়ে সঙ্গে যে চার্জার দেওয়া হয়, সেটি দিয়েই মোবাইল ফোনের চার্জ দেওয়া সর্বোত্তম। একই রকম দেখা গেলেও নিম্নমানের চার্জার ব্যবহার করলে মোবাইল ফোন গরম হয়ে যেতে পারে।
সস্তার চার্জার ব্যবহারের ফলে মোবাইল ফোনের ভেতরের যন্ত্রপাতি খারাপ হয়ে যেতে পারে। এমনকি মোবাইল ফোনের ব্যাটারিতে শর্ট সার্কিটের সমস্যাও দেখা দিতে পারে। চার্জ দেওয়ার সময় ভুলেও মোবাইল ফোনে কথা বলা যাবে না।
সারা রাত চার্জ দেওয়া
অনেকেই সারারাত ধরে মোবাইল ফোন চার্জে দিয়ে রাখেন। কিন্তু এটা করা একদম অনুচিত। কারণ অনেকক্ষণ চার্জে বসিয়ে রাখলে মোবাইল ফোনের ভেতরের বিদ্যুৎ পরিবাহী সার্কিটগুলো নষ্ট হয়ে যেতে পারে।
যদিও বর্তমানে অধিকাংশ স্মার্টফোনেই পুরো চার্জ হয়ে গেলে নিজ থেকেই চার্জ বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। তবুও অনেকে মোবাইল ফোন চার্জে দিয়ে ব্যবহার করতে থাকেন। এ কাজেও বিস্ফোরণের ঝুঁকি বাড়ে।
অতিরিক্ত চাপ
অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ফোনের র্যাম ও প্রসেসর যতই ভাল হোক, তারও ক্ষমতার একটি সীমা রয়েছে। একসঙ্গে একাধিক কাজ করলে ও বেশি গ্রাফিক্সের গেম ক্রমাগত খেললে মোবাইল ফোনের ওপর খুবই চাপ পড়ে।
মোবাইল ফোনের ওপর অতিরিক্ত চাপ পড়লে ব্যাটারি বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফোনের ওপর খুব বেশি চাপ দেওয়ার আগে র্যাম ও প্রসেসর আদৌ তা নিতে পারবে কি না, সে বিষয় সতর্ক হন।