বন্দর প্রতিনিধি:
বন্দরে দুবাই প্রবাসী স্বামী আবুল কালাম ও তার অবুজ মেয়ের মায়া কান্না ত্যাগ করে স্বামী জমানো নগদ টাকা ও স্বণার্লংকার নিয়ে পরকিয়া প্রেমিক মাছুমের হাত ধরে অজানার উদ্দেশে পাড়ি জমানোর অভিযোগ পাওয়া গেছে স্ত্রী মৌসুমী বিরুদ্ধে। এ ঘটনায় শ্বশুড় আব্দুল মজিদ মিয়া বাদী হয়ে গত রোববার বন্দর থানায় পুত্রবধূর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত শনিবার (৪ মার্চ) বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ছালেনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে শ্বশুর আব্দুল মজিদ জানান, আমার ছেলে আবুল কালাম ১২ বছর পূর্বে বন্দর চৌধরীবাড়ি এলাকার ইসমাইল বাবুর্চ্রি মেয়ে মৌসুমি আক্তারের সাথে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় ৫ বছর পূর্বে আমার ছেলে জিবীকার তাগিদে দুবাই যায়। আমার ছেলে প্রবাসে জীবন যাপন করলে সে প্রতিমাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন পাঠাত তার স্ত্রী মৌসুমির কাছে। এবং তার মেয়ে ও স্ত্রী জন্য প্রায় ৫ ভড়ি স্বর্ণালংকার পাঠায় দুবাই থেকে। এদিকে আমার স্ত্রী অসুস্থ হয়ে পরলে তাকে চিকিৎসা করাতে আমার আত্নীয় স্বজনের কাছ থেকে দার নেই। এর ধারাবাহিকতায় গত গত শনিবার (৪ মার্চ) আমার পুত্রবধূ মৌসুমী আক্তার আমার ছেলে পাঠানো টাকা ও আমার স্ত্রী চিকিৎসার জন্য ঘরে রক্ষিত নগদ ৫ লক্ষ ৮০ হাজার টাকা ও ৫ ভড়ি গহনা নিয়ে আমার ছেলের বৌ পরকিয়া প্রেমিক মাসুম এর সাথে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক বলেন, থানায় অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।