Sunday , 12 March 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আজকের আয়োজন
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারায়ণগঞ্জ
  15. নারী ও শিশু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবেদক
admin
March 12, 2023 5:17 am

গত ৮ মার্চ (বুধবার) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আক্তারুজ্জামানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং পরদিন ৯ মার্চ (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে আলীরটেকে আক্তারুজ্জামানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, মানহানিকর এবং ষড়যন্ত্রমূলক দাবী করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন মোঃ আক্তারুজ্জামান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আমার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদীত,যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মূলত ঐ ম্যানেজিং কমিটিরই কোন ভিত্তি নেই। কারন এই কমিটি গঠিত হয়েছিল সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে যা বর্তমানে মহামান্য হাইকোর্টের রায়ে সম্পূর্ন ভাবে স্থগিত রয়েছে। এই অবৈধ কমিটির বিদ্যালয়ের যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ বা এই সংবাদ সম্মেলন করা সম্পূর্ণ বেআইনি কাজ!

তদুপুরি নিজেদের প্রতিহিংসা ও কু ইচ্ছে চরিতার্থ করার উদ্দেশ্যে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে কেবল কুৎসা রটানোর উদ্দেশ্যই সংবাদ সম্মেলন নামক মিথ্যা নাটক মঞ্চায়িত করেছে যা এলাকার সকলের দৃষ্টি গোচর হয়েছে!
অভিযোগে বলা হয়েছে আমি আমি ১৪ বছরে বছরে ১০লক্ষ টাকার চা নাস্তার খরচ দেখিয়েছি যা উলঙ্গ মিথ্যাচার ও কুৎসা রটানোর বর্বরাচিত কর্মকান্ড!
মূলত আমি বিদ্যালয়ের কখনোই কোনো খরচই তৈরি করিনি! ওটা আমার কাজও না!
বিদ্যালয়ের যে কোনো খরচারাদি প্রথমে কমিটিতে আলোচনা সাপেক্ষে তা পাশ করে ও তার বিস্তারিত বিররণ বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতায় এন্ট্রি করা হতো! তৎপর অন্ততঃ একজন ম্যানেজিং কমিটির সদস্য ও দুইজন শিক্ষক মিলে খরচ করতেন পরিশেষে আমি কমিটির সকলকে নিয়ে পুনঃ পরীক্ষা করায়ে তাতে সাক্ষর করতাম!আর বিদ্যালয়ের দৈনন্দিন খরচরাদি (বিল বাউচারের মাধ্যমে) শিক্ষকেরা করে থাকতেন পরিশেষে কমিটিকে অবহিত করে সর্বশেষে আমার স্বাক্ষর নিতেন!আমি ১৪ বছরে বিদ্যালয়ের একটি টাকাও স্পর্শ করে দেখিনি! নিজ হাতে কোনো অর্থ লেনদেন করেছি বা একটি টাকাও খরচ করেছি এমন কোনো প্রমানাদি যদি ঐ কথিত সংবাদ সম্মেলনকারী দেখাতে পারেন তাহলে আমি ১০কোটি টাকা ক্ষতি পূরণ দিতে বাধ্য থাকিব! আর যদি তাঁদের অভিযোগ প্রমানিত না হয় তবে তাহারাও ১০কোটি টাকা মানহানি বাবদ প্রদান করিতে বাধ্য থাকিবে। ”
তিনি আরো উল্লেখ করেন,আমি যখন বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করি তখন বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিলো মাত্র দেড়শোর মতো!আমি দীর্ঘ ১৪ বছরে অক্লান্ত পরিশ্রম করে ও প্রতিটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই ছাত্র ছাত্রী সংখ্যা ৬০০তে উন্নীত করি! এতো ছাত্র ছাত্রীর জন্য পর্যাপ্ত শ্রেণী কক্ষ না থাকায় ছাত্র/ছাত্রী অভিবাবকবৃন্দ ও মুক্তার কান্দি গ্রামবাসী আমাকে বার বার বিদ্যালয়ের তখনকার অংশে দোতলা ভবন করে দেবার জন্য বিশেষ অনুরোধ করতে থাকেন! এক পর্যায়ে উক্ত গ্রামের বাজার মাঠে সকলে আমাকে নিয়ে এক বিশেষ মিটিং আয়োজন করে আমাকে দোতলা ভবন করে দেবার জন্য আবারো বিশেষ অনুরোধ করেন এবং সকলে সন্মিলিত ভাবে ঘোষণা দেন যে আমি দ্বিতল ভবন করে দিলে আমি বা আমার পরিবারের যে কারো নামে দ্বিতল ভবনের নামকরণ করা হবে! অতঃপর আমি এলাকার সকলের স্বার্থে উক্ত ভবন করে দিলে গ্রামবাসীদের প্রতিশ্রুতি মোতাবেক এবং সকল অভিবাবকদের পক্ষে তৎকালীন কমিটির অনুমোদন সাপেক্ষে দ্বিতল ভবনের উক্ত অংশে দ্বিতল ভবনের দ্বাতা হিসেবে আমার নামে নামকরণ করা হয়! অতঃপর বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে এদের অনেকেই প্রকাশ্যে দ্বিতল ভবন করে দেবার জন্য ও লেখা পড়ার মান উন্নয়নের জন্য হাজারো মানুষের সম্মুখে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও আমার নাম চিরদিন স্বর্ণাক্ষরে লিখা থাকবে বলে বহুবার বক্তব্য পেশ করেছেন!এবং বিগত ১০বছর যাবৎ সেখানে আমার নাম দ্বাতা হিসেবে লিপিবদ্ধ রয়েছে!এর মধ্যে একবারও এই নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ ছিলনা কিন্ত বড়োই নিষ্ঠুরতার সাথে এই মহলটিই গত মাসে সম্পূর্ণ অন্যায় ও বেআইনি ভাবে আমার নাম সিমেন্ট বালি দিয়ে মুছে দিয়েছে! এটা অত্যন্ত ঘৃনিত, নেক্কার জনক ও বেআইনি কাজ!
আমি অত্র এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের আজকের যে ভালো অবস্থান তাতে আমার অনেকাংশেই অবদান রয়েছে সে বিষয়ে সকলেই জ্ঞাত আছেন, আমি হলফ করে বলছি দ্বিতল ভবন অত্র এলাকার সকলের সম্মুখে ও উপস্থিতিতে আমি ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের সন্মিলিত অর্থ ব্যয় করে দ্বিতল ভবন নির্মাণ করেছি!সে বিষয় অত্র এলাকার প্রতিটি মানুষের জানা! কিন্ত এই কু চক্রি মহল নানা অপকৌশল ও অপপ্রচার করে তা অস্বীকার সহ আমাকে নানা ভাবে হেনস্থা করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
আমি আমার এলাকাবাসী এবং সম্মানিত সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ঐ অবৈধ পকেটস্থ কমিটি ও এই কুচক্রীমহল কি করে অবৈধভাবে চেয়ারম্যান জাকিরকে সভাপতি হিসেবে উল্লেখ করে নিজেরা এরকম বেআইনি সংবাদ সম্মেলন করে ও এমন লজ্জাজনক মিথ্যাচার করে আমার সুনাম নস্ট করতে পারে? এখানে কি চেয়ারম্যান জাকির সাহেবের সম্প্রীক্ততা প্রমান করেনা?
আমি এই মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এবং সকল এলাকা বাসীকে সৎ ও ন্যায়ের পক্ষে থেকে এই অন্যায়ের বিরুদ্ধে এক কাতারে দাঁড়ায়ে আমাদের এলাকার শিক্ষার মান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করি।।
আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত