নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times রোববার, ১২ মার্চ ২০২৩ সিদ্ধিরগঞ্জে ট্যাংকলড়ির চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু নারায়ণগঞ্জ টাইমস প্রকাশিত:০০:৫৬, ৯ মার্চ ২০২৩ সিদ্ধিরগঞ্জে ট্যাংকলড়ির চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জের একটি তৈলবাহী ট্যাংকলড়ির (ঝালকাঠি-ঢ-৪১-০০৪৯) চাপায় অজ্ঞাতনামা (২৭) এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ৮ টার দিকে শিমরাইল আহসান উল্লাহ মার্কেটের সামনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ঢাকাগামী বাইলেনে এ দুর্ঘটনাটি ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশ ট্যাংকলড়ির চালক মো. নুর হোসেন বাবু (২৬) কে গ্রেপ্তারসহ করে এবং ট্যাংকলড়িটি জব্দ করে। গ্রেপ্তারকৃত মো. নুর হোসেন বাবু সিদ্ধিরগঞ্জ থানার উত্তর ধনকুন্ডা এলাকার বাসিন্দা। কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মঞ্জুর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। মঞ্জুর হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাায়ণগঞ্জ জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিদ্বিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।