ভয়েস অফ নারায়ণগঞ্জ ২৪ঃ
২০২৩ সালের ফেব্রুয়রি মাসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ডিবি অফিসার নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) ওসি নজরুল ইসলাম । বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের হাত থেকে শ্রেষ্ঠ ডিবির ওসির ক্রেসটি গ্রহন করেন নজরুল ইসলাম। পুরস্কার হাতে পেয়ে নজরুল ইসলাম জানান, য়ে কোন কাজ করলে তার ফলাফল আসবেই । ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ ফল আসবেই। আমি আমার উর্ধতন স্যারদের দিক নির্দেশনায় কাজ করে এই ফল পেয়েছি । আমার এই পুরস্কারের দাবীদার আমার উর্ধতন কর্মকর্তাগণ। তাদের দিক নির্দেশনা ছাড়া কোন ভালো কাজ করা যায় না। আমি সকলের দোয়া প্রার্থী যেন আগামীতে আরো ভালো কোন কাজ করে পুলিশ তথা আমার স্যারদের সুনাম বৃদ্ধি করতে পারি ।