ভয়েস অফ নারায়ণগঞ্জ ২৪.
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান আজমেরী ওসমান। বীর মুক্তিযোদ্ধা বার বার নির্বাচিত এমপি প্রয়াত নাসিম ওসমানের একমাত্র পুত্র, পিতা মৃত্যুর পর দলীয় সরকার ক্ষমতায় থাকলে সারা বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, তার স্ত্রী বা সন্তান পরিবার থেকে মনোনয়ন দেওয়াটা স্বাভাবিক।কিন্তু নাসিম ওসমানের পরিবার বিধিবাম কেউ প্রার্থিতা পেলেন না। পেলেন মেজোচাচা একে এম সেলিম ওসমান, প্রার্থীতার বিষয় অনেকটা পারিবারিক মনোমালিন্য থাকলেও পরবর্তীতে সেলিম ওসমান নির্বাচনে জয়লাভ করেন।তখনকার পেক্ষাপট সাতখুনের মামলা ত্বর্কী হত্যায় আজমেরী ওসমানের নামে রফিউর রাব্বী সন্দিহান সব মিলিয়ে প্রার্থী থেকে ছিটকে পরেন মা ও ছেলে আজমেরী ওসমান।এর পর আর তেমন কোনো রাজনৈতিক কর্মসূচিতে ছেলেকে দেখা না গেলেও মা পারভিন ওসমানের ক্ষুদ্র পরিসরে রাজনৈতিক বলয় ধরে রাখার চেষ্টা অব্যাহত ছিলো,এর মাঝামাঝি সময়ে জাতীয় পার্টি (এরশাদ) দলীয় প্রেসিডিয়াম সদস্য ঘোষণা করা হয় পারভিন ওসমানকে, এরপর কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরে পায় মা ছেলে, কিন্তু মায়ের বয়সের বার্ধক্য থাকলে বড় ছেলে আজমেরী ওসমানের অপ্রকাশ্য হয়ে থাকা গভীর রাতের প্রহরে বিচরণ নারায়ণগঞ্জের একটি পত্রিকা অফিসে হামলা, তাকে আরো পেছনে ফেলে দেয়, কলেজ রোডের একটি বহুতল ভবনে অফিস করে নারায়ণগঞ্জের কিছু বিতর্কিত যুবক এবং কিছু কমিশন ভিত্তিক ধান্দাবাজ, চাটুকার অবচৈতন্য পারিবারিক নাম পরিচয় হীন মেধাশূন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের পা না রাখা ছেলে পেলে যুবক তার কর্মী বাহিনী গড়ে ওঠে। নিজের পারিবারিক ঐতিহ্য ভূলে অনেকটাই আপনমনে নিজেকে যুবরাজ মনে করা দুষ্ট লোকের খপ্পরে পড়ে প্রতিপক্ষের এবং মিডিয়াকু হয়ে ভবিষ্যৎ এর অন্ধকার নিজেই আলিঙ্গন করে আনছেন।নারায়ণগঞ্জ এর দুই প্রভাবশালী এমপি শামীম ওসমান ও সেলিম ওসমান দুজনে যখন থাকবেনা তখন তার কি পরিস্থিতি হবে একবার চিন্তা করা উচিত। কারণ মানুষ মরণশীল সর্বশেষ বন্দরের ঘটনা তার বাবার রাজনৈতিক কর্মীর বাড়ির মানুষের সাথে জুয়ারী পিজ্জা শামীম, চাঁদাবাজ মনির, মুকিত বন্দরের যে কলঙ্ক জনক ঘটনার জন্ম দিয়েছন। তার সম্মান দায়বার আজমেরী ওসমানের সাথে পুরো ওসমান পরিবারের ওপর কালি লেপন করা হয়েছে।এরকম একজন প্রয়াত এমপির ছেলে বার বার বিবর্ত রাজনৈতিক ভাবে ধরাশয়ী হওয়ার সম্ভাবনা ভবিষ্যৎতে বেশী তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার বা ব্যবসায়ী কোনোটাই তার সফলতার দ্বার প্রান্তে নেই,শুধু বিতর্ক আর বিতর্ক।