সোনারগাঁয়ে নদী থেকে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকার নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, “জিয়ানগর এলাকায় মারীখালী নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই।”
তিনি আরও জানান, “লাশটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে লাশটি নদীতে ফেলে রেখে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, “জিয়ানগর এলাকায় মারীখালী নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই।”
তিনি আরও জানান, “লাশটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে লাশটি নদীতে ফেলে রেখে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
মতামত দিন