করোনাভাইরাসের ভয়ে চীনে যাননি জেমস বন্ড! এখনই তিনি মরতে চান না। কারণ, জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তি পাচ্ছে এপ্রিল মাসে। এ উপলক্ষে বিশ্বের নানা দেশে প্রচারণায় অংশ নিচ্ছেন ছবির নায়ক ড্যানিয়েল ক্রেগ। করোনাভাইরাসের ভয়ে চীনের রাজধানী বেইজিং সফর বাতিল করেছেন তিনি। এখন মরে গেলে চলবে না তাঁর।
চীনের বেইজিংয়ে এপ্রিল মাসে উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা ‘নো টাইম টু ডাই’ ছবিটির। কিন্তু দেশটিতে করোনাভাইরাসে ইতিমধ্যে ১ হাজার ৬০০ লোক মারা যাওয়ায় সবকিছু এলোমেলো হয়ে গেছে। প্রায় সব প্রেক্ষাগৃহে লেগেছে তালা। বিশ্ব সিনেমা অঙ্গন চীন থেকে প্রায় ৬ বিলিয়ন ইউরো আয় করে। সেই বাজার বন্ধ মানে, সিনেমা ব্যবসায়ীদের দোকানে লালবাতি জ্বলার মতো। যদিও জেমস বন্ড সিরিজের নতুন এই ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করার পরিকল্পনায় এগোচ্ছিল। সূত্র জানিয়েছে, এর মধ্যে যদি প্রেক্ষাগৃহগুলো খুলেও দেয়, তবু অভিনেতা ড্যানিয়েলের ব্যক্তিগত চিকিৎসক তাঁকে চীনে যেতে দেবেন না।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।
মতামত দিন