নারায়াণগঞ্জ

বন্দরে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা ও হামলা, আহত ৭ অটোচালক

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে অটো রিকশা ভাড়া নিয়ে বাকবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ অটো চালক আহত হয়েছেন। এসময় জুম্মান নামে এক অটো চালকের গাড়ি ভাঙচুর করা হয়। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে আহত অটো রিকশা চালকদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্ত হামলাকারিরা হলেন- পুরান বন্দর ঝাউতলা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ও আওলাদ ।  

আহত অটো রিকশা চালকরা হলেন, জুম্মান, মো. সোহাগ, মো. জাহাঙ্গীর, মো. জজ মিয়া, মো. মৃদুল, মো. মিলন ও মো. সাঈদ। হামলার শিকার হওয়ায় সবাই বন্দর চৌধুরী বাড়ি টু চিনারদী লাইনের ড্রাইভার।
 
এ ঘটনায় অটো রিকশা চালক জুম্মান বাদী হয়ে হামলাকারী আনোয়ার ও আওলাদ সহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোহর নামাজের পর বন্দর ঘাটে যাওয়ার সময় আনোয়ার ও আওলাদ জুম্মান নামে এক ড্রাইভারের গাড়ি থামিয়ে মারধর, গাড়ি ভাঙচুর করেছ। অনেক ড্রাইভার এগিয়ে আসছে তাদেরও মারধর করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করে যায়।
 
ভুক্তভোগি অটোরিকশা চালকরা জানান, জুম্মান মিয়ার ছোট ভাই বিল্লাল পেশায় অটো ড্রাইভার। সকাল ১১ টায় আনোয়ারের সাথে বিল্লাল এর সঙ্গে বন্দর ঘাটে অটো ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেন গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায়। দুপুরে পুরান বন্দর চৌধুরী বাড়ী থেকে অটোযোগে ঘাটে ফেরার পথে ঝাউতলা এলাকায় পৌছামাত্র আনোয়ার ও আওলাদ সহ তাদের সহযোগীরা বসতবাড়ীর সামনে রাস্তায় উপরে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত অটো ড্রাইভার জুম্মানের গাড়ি পথরোধ করে টানাহেচড়া, মারধর ও গাড়ি ভাঙচুর করে। পরে তার ডাকচিৎকারে রাস্তা দিয়ে যাওয়ার পথে অটো ড্রাইভার মোঃ সোহাগ, মোঃ জাহাঙ্গীর, মোঃ জজ মিয়া, মোঃ মৃদুল, মোঃ মিলন ও মোঃ সাঈদ এগিয়ে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে লোহার রড, কাঠোর ডাসা দিয়ে এলোপাথারী মারধর করে নীলাফুলা জখম করে। এক পর্যায়ে অটো ড্রাইভারদের সঙ্গে থাকা  নগদ ১৪,৪৭০ টাকা ও একটি ৫ ভরি ওজনের রুপার চেইন যাহার মূল্য ১৭,০০০ টাকা  জোর পূর্বক ছিনিয়ে নেয়। এবং গাড়ি ভাঙচুর করে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়। তখন আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রকাশ্যে খুন-জখমের হুমকি প্রদান করে। পরে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
 
এ বিষয়ে বন্দর থানার এসআই মোতালিব মিয়া জানান, অটো চালকদের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অটো ড্রাইভার জুম্মানের গাড়ি ভাঙচুর ও মারধর করার ঘটনা সত্যতা পেয়েছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com