নারায়াণগঞ্জ

চরসৈয়দপুরে দৌলত মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের চরসৈয়দপুর এলাকায় মরহুম দৌলত হোসেন মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে প্রিমিয়ার সিমেন্টের কারখানা সংলগ্ন বালুর মাঠ এলাকায় পবিত্র মেরাজুন্নবী উপলক্ষ্যে এই দোয়ার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও পীরজাদা এবং আল মাদানী আবেদী ওয়ার্ল্ড এর চেয়ারম্যান শায়েখ সাইয়্যেদ মাখদুম শাহ আল মাদানী (মা: জি: আ) প্রধান মেহমান হিসেবে বয়ান করেন। এছাড়া জাতীয় স্বর্ণজয়ী ইসলামিক সংগীত শিল্পী শায়ের মাওলানা শাহজালাল আবেদীন, প্রধান বক্তা হিসেবে ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ শরিফুল ইসলাম ফরাজী ওয়াজে বয়ান করেন।

চর সৈয়দপুরের সমাজসেবক মো. আবুল হোসেন মেম্বারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খান, মহানগর কৃষক দলের সহ সভাপতি মো. মশিউর রহমান মশু, সহ সভাপতি মো. সালেহ আহাম্মেদ রনি, বিশিষ্ট সমাজসেবক ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ সোয়াদ হোসেন বান্টি।

বক্তা হিসেবে মাহফিলে উপস্থিত ছিলেন ইমাম ও খতিব মাওলানা মুফতী আল আমিন চাঁদপুরী, খতিব মাওলানা ফয়েজ আহমাদ বিন সোলাইমান, ইমাম ও খতিব মাওলানা মুফতি মেহেদী হাসান সখিপুরী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজেসবক মো. জালাল মাদবর, ডা. মো. ইসমাইল হোসেন সহ প্রমুখ। 

ওয়াজ মাহফিলে মরহুম দৌলত হোসেন মেম্বার সহ সকল কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com