ঢাকা-নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও হামলার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইউরোটেক্স নিটওয়্যার গার্মেন্টের শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের লামাপাড়া এলাকায় সড়ক অবরোধ করে শত শত শ্রমিকরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো সড়ক অবরোধ চলছে।
আন্দোলনকারী শ্রমিকরা বলছেন, বেতন না দিযে গত ১৮ ফেব্রুয়ারি কারখানার ৯৫ জন শ্রমিককে বিনা কারণে চাকরিচ্যূত করা হয়েছে। এর পরদিন সকালে কারখানায় প্রবেশ করতে গেলে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে কারখানার স্টাফ ও বহিরাগতরা। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এর আগেও শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখন সেসব শ্রমিকদের চাকরিতে ফিরিয়ে নিতে হবে। সেই সাথে হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
সিএনজিচালিত অটোরিকশার যাত্রী রিনা বেগম বলেন, দুই ঘণ্টার বেশি সময় ধরে যানজটের মধ্যে বসে আছি। আমার ছোট মেয়ে সহ দুই সন্তানকে নিয়ে বের হয়েছি। এই অবস্থায় তাদের নিয়ে বিকল্প পথে যেতে পারছিনা। তাই যানজটের মধ্যে বসে আছি।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুপুর থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে তারা এখনো সড়কে অবস্থান করছে। এতে যানজটের সৃষ্টি হয়েছে।
মতামত দিন