খেলাধুলা

বাংলাদেশ টেস্ট ম্যাচ জেতা শিখবে কবে

বাংলাদেশের টেস্টে অভিষেক হয়েছে দুই দশক হয়েছে। লম্বা সময়ের পথ চলায় টেস্টে কতটা উন্নতি করেছে বাংলাদেশ? ২০০০ সালে ভারতের সঙ্গে টেস্টে অভিষেক বাংলার টাইগারদের। গত দুই দশকে বাংলাদেশ টেস্ট খেলেছে ১১৮টি, যার মধ্যে জয় ১৩টি। ড্র ১৬টি। এর সিংহভাগ দেশের মাটিতে। ম্যাচ হেরেছে ঠিক ৮৯টি। অর্থাৎ মোট ম্যাচের ৭৫ শতাংশই হেরেছেন বাংলার বাঘেরা। হেরে যাওয়ার ম্যাচের প্রায় অর্ধেকটা (৪৩) আবার ইনিংস পরাজয়। পরিসংখ্যানই বলে দিচ্ছে টেস্ট ম্যাচ জিততে কতটা কাঁচা টিম বাংলাদেশ।

একটা দলের ভালো করার পেছনে সবচেয়ে বড় অবদান ঘরোয়া লিগের। বিশ্বের যত নামীদামি খেলোয়াড়, তাঁদের ঘরোয়া লীগের পরিসংখ্যান বলে দেয় তাঁরা কেন এত প্রতিষ্ঠিত। অথচ বাংলাদেশের ঘরোয়া লিগের মান নিয়ে আছে নানান প্রশ্ন। ক্রিকেটের উচ্চ গদিতে যিনিই বসেছেন, তিনিই বলেছেন ঘরোয়া লিগ তাঁদের চিন্তায় আছে। ঘরোয়ার উন্নতি হচ্ছে। এত উন্নতির ফলাফল পাওয়া যাবে কবে?

বাংলাদেশ এ পর্যন্ত ১১৮টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে অভিষেক হয়েছে ৯৬ জনের। এদের কেউ কেউ খেলা থেকে বিদায় নিয়েছেন। কেউবা দুই-এক ম্যাচ সুযোগ পেয়ে দলছাড়া হয়েছেন। যাঁরা দলছাড়া হয়েছেন, তাঁরা অনুপযুক্ত হলে কেনই বা দলে সুযোগ পেলেন? দলছাড়া হওয়ার পর কতটাই বা পরিচর্যা করেছে বিসিবি? প্রশ্ন থেকেই যাচ্ছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - [email protected]