একটা দলের ভালো করার পেছনে সবচেয়ে বড় অবদান ঘরোয়া লিগের। বিশ্বের যত নামীদামি খেলোয়াড়, তাঁদের ঘরোয়া লীগের পরিসংখ্যান বলে দেয় তাঁরা কেন এত প্রতিষ্ঠিত। অথচ বাংলাদেশের ঘরোয়া লিগের মান নিয়ে আছে নানান প্রশ্ন। ক্রিকেটের উচ্চ গদিতে যিনিই বসেছেন, তিনিই বলেছেন ঘরোয়া লিগ তাঁদের চিন্তায় আছে। ঘরোয়ার উন্নতি হচ্ছে। এত উন্নতির ফলাফল পাওয়া যাবে কবে?
বাংলাদেশ এ পর্যন্ত ১১৮টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে অভিষেক হয়েছে ৯৬ জনের। এদের কেউ কেউ খেলা থেকে বিদায় নিয়েছেন। কেউবা দুই-এক ম্যাচ সুযোগ পেয়ে দলছাড়া হয়েছেন। যাঁরা দলছাড়া হয়েছেন, তাঁরা অনুপযুক্ত হলে কেনই বা দলে সুযোগ পেলেন? দলছাড়া হওয়ার পর কতটাই বা পরিচর্যা করেছে বিসিবি? প্রশ্ন থেকেই যাচ্ছে।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।
মতামত দিন