অস্ট্রেলিয়ার সিডনির আকাশ আজ মঙ্গলবার ধোঁয়ায় আচ্ছন্ন। রাতভর প্রচণ্ড বাতাস ছিল। আবহাওয়া বিভাগ বলছে, বায়ুদূষণের মাত্রা ঝুঁকিপূর্ণ। এতে চোখ জ্বালাপোড়া করা এবং নাক ও গলায় অস্বস্তিকর অনুভূতির মতো উপসর্গ দেখা দিয়েছে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে সিডনির মানুষ কুয়াশাচ্ছন্ন আকাশ ও বাড়িতে কটু গন্ধে ভরা ধোঁয়ার কথা লিখেছেন। সিডনির নীল আকাশ এখন ধূসর।
সিডনির রাজধানী নিউ সাউথ ওয়েলসে ৫০ লাখ মানুষের বাস। এই এলাকায় কয়েক সপ্তাহ ধরে দাবানলের প্রভাব ছিল। নিউ সাউথ ওয়েলসের উত্তরে গত অক্টোবর থেকে শুরু হওয়া দাবানলে ছয়জনের প্রাণহানি হয়েছে।
সিডনির বাসিন্দাদের মঙ্গলবার অগ্নিকাণ্ডের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, সিডনির পশ্চিমে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
সিডনির বিভিন্ন এলাকায় বায়ুদূষণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে রেকর্ড করা হয়েছে। আটবার এমন ঘটনা ঘটেছে।
এএফপির খবরে জানা যায়, স্বাস্থ্য কর্মকর্তারা সিডনিবাসীকে ঘরের ভেতর থাকার পরামর্শ দিয়েছেন। কায়িক শ্রমের কাজ এড়িয়ে চলতে বলা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে, শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত জটিলতা যাদের রয়েছে, তাদের বিশেষ যত্নে থাকতে হবে।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।
মতামত দিন