নারায়াণগঞ্জ

আড়াইহাজারে সেচ মেশিনে পেচিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে  সেচ মেশিনে পেচিয়ে  হোসাইন পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম হোসাইন (৫) স্থানীয় রাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফার ছেলে কামাল ইরি-বোরো ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য সেচ মেশিন চালু রেখে জমিতে যান। এই ফাঁকে সকলের অজান্তে শিশু হোসাইন সেচ মোটরের কাছে চলে যায় এবং দুর্ঘটনাবশত চলন্ত মোটরে জড়িয়ে পড়ে।

এলাকাবাসী শিশুটিকে মোটর ও পাম্পের সাথে ঘুরতে দেখে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে।খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com