নারায়াণগঞ্জ

হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনে দিদারের মনোনয়ন জমা

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ২০২৫-২০২৭ইং নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন  নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক দিদার খন্দকার। 

বুধবার (১ জানুয়ারী) জেনারেল গ্রুপের পরিচালক পদে তিনি মনোনয়ন জমা দেন। এর আগে, গত ২৯ ডিসেম্বর তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। 

দিদার খন্দকার বলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়শনের আসন্ন নির্বাচনে আমি পরিচালক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছি। আমি সকালের কাছে দোয়া চাই। আর জনগণের সেবা করার জন্য আমি সুযোগ চাই। জনগণ আমাকে ভোট দিয়ে সেই সুযোগ করে দিবে বলে আমার আস্থা রয়েছে। তাই এবার একটি সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই। যাতে করে জনগণের মতামত ভোটের মাধ্যমে প্রকাশ পায়।

প্রসঙ্গত, রোটারিয়ান ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে দিদার খন্দকার ব্যক্তিগত উদ্যোগে ও যৌথভাবে সমাজসেবা করে আসছেন। ফলে আসন্ন নির্বাচনে তিনি যোগ্যতার মাপকাঠিতে এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

গত ১৪ নভেম্বর হোসিয়ারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী বছরের ৩ ফেব্রুয়ারি হোসিয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com