নারায়াণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পৃথক আত্মহত্যার ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় নারী ও পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মালাইকান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. মাসুদ রানা(২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মো. মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। অপর জন নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী রুমা আক্তার(২০)। তিনি একই থানার বল্লভপুর এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। ভাড়া থাকতেন সিদ্ধিরগঞ্জের সিআইখোলা ১নং সড়কের হাজী আতাহার আলির বাড়িতে। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুটি পৃথকস্থানে নিজের ভাড়াবাসার সিলিংফ্যানের সঙ্গে দুটি লাশ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তাদের ফাঁসিতে ঝুলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com