স্কুল শিক্ষক লাঞ্ছনার ভিডিও ভাইরাল
সিদ্ধিরগঞ্জে পূর্ব বিরোধের জেরে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক আমিনুল হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আমিনুল হাসান থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ওই যুবক মাসুম (৩৫) গোদনাইল বার্মাশীল এলাকার বাসিন্দা।
শিক্ষক লাঞ্ছনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ নিয়ে মাসুমের সঙ্গে শিক্ষক আমিনুলের পূর্ব থেকেই বিরোধ ছিল। যদিও এ বছর আমিনুল হাসানকে এ সংক্রান্ত কোনো দায়িত্বে রাখা হয়নি।
শিক্ষক আমিনুল জানান, “স্কুলে প্রকাশ্যে আমাকে গালিগালাজ করেছে মাসুম। সরকারি কাজে বাধা দিয়ে অপমান করেছে। এর বিচার চাই।”
অন্যদিকে, মাসুমের দাবি, তার স্ত্রীর ভোটার নিবন্ধনে শিক্ষক আমিনুলের করা ভুলের কারণে তারা এক বছর ভোগান্তিতে ছিলেন। ঘটনাস্থলে মাসুম তার অভিযোগ প্রকাশ করলে বাকবিতণ্ডা শুরু হয়। মাসুম অভিযোগ করেন, “আমিনুল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্ত্রীর ভোটার নিবন্ধনে ভুল করেছেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “পূর্বের ভুলের কারণেই এই বিরোধের সূত্রপাত। দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। আমরা দুই পক্ষকে ডেকে সমঝোতা করার চেষ্টা করছি।”
সিদ্ধিরগঞ্জ থানার এসআই হাসান জানান, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”
শিক্ষক আমিনুল জানান, “স্কুলে প্রকাশ্যে আমাকে গালিগালাজ করেছে মাসুম। সরকারি কাজে বাধা দিয়ে অপমান করেছে। এর বিচার চাই।”
অন্যদিকে, মাসুমের দাবি, তার স্ত্রীর ভোটার নিবন্ধনে শিক্ষক আমিনুলের করা ভুলের কারণে তারা এক বছর ভোগান্তিতে ছিলেন। ঘটনাস্থলে মাসুম তার অভিযোগ প্রকাশ করলে বাকবিতণ্ডা শুরু হয়। মাসুম অভিযোগ করেন, “আমিনুল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্ত্রীর ভোটার নিবন্ধনে ভুল করেছেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “পূর্বের ভুলের কারণেই এই বিরোধের সূত্রপাত। দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। আমরা দুই পক্ষকে ডেকে সমঝোতা করার চেষ্টা করছি।”
সিদ্ধিরগঞ্জ থানার এসআই হাসান জানান, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”
মতামত দিন