দিগুবাবুর বাজারে ৪৩০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা
নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৩০ কেজি পলিথিন জব্দ সহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার।অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সহায়তা করে।
অভিযানে হাফিজ স্টোর এবং সিদ্দিক স্টোর নামক দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষিদ্ধ পলিথিন মজুদ ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারায় এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিনের পরিমাণ ৪৩০ কেজি।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন এবং মো. রাসেল মাহমুদ। তারা জানান, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা মাটির উর্বরতা নষ্ট করে এবং জলাবদ্ধতা সৃষ্টি করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে পলিথিনের উৎপাদন, মজুদ, ব্যবহার, এবং বাজারজাতকরণ রোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
মতামত দিন