নারায়াণগঞ্জ

ছবি না তুলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার দাবিতে ‘পর্দানশীন নারীদের’ মানববন্ধন

মুখমণ্ডল না দেখিয়ে শুধু আঙ্গুলের ছাপ মিলিয়ে পরিচয় যাচাই ও নাগরিক পরিচয়পত্র (এনআইডি) প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ পর্দানশীন নারী সমাজ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশতাধিক নারী এতে অংশগ্রহণ করেন।

এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো, দ্বীনি অধিকার ও গোপনীয়তা বজায় রেখে জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করা, এনআইডি প্রক্রিয়ায় নারীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের জন্য নারী অফিসার নিয়োগ করা ও গত ১৬ বছরে যেসব নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তা পর্দানশীন নারীদের মুখাবয়ব প্রদর্শনে বাধ্য করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

সমাবেশে বক্তারা বলেন, মানুষের মুখচ্ছবি পরিবর্তনশীল, তাই এটি পরিচয় যাচাইয়ের নির্ভরযোগ্য মাধ্যম নয়। আধুনিক বিশ্বে আঙ্গুলের ছাপই পরিচয় নিশ্চিত করার কার্যকর উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারা আরও বলেন, পরিচয় নিবন্ধন আইন ২০১০ ও ২০২৩-এ ছবি বা আঙ্গুলের ছাপ বাধ্যতামূলক করা হয়নি, অথচ প্রশাসনিক জটিলতার কারণে পর্দানশীন নারীরা এনআইডি পাচ্ছেন না।

বক্তারা আরও বলেন, গত বছর ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, কিন্তু পর্দানশীন নারীরা এখনও বৈষম্যের শিকার। তারা অবিলম্বে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এনআইডি না থাকায় তারা জমি ক্রয়-বিক্রয় ও উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের বাসা ভাড়া পেতে সমস্যা, সন্তানদের বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত জটিলতা, চাকরি ও ব্যবসার সুযোগ সংকুচিত হওয়া, সরকারি ত্রাণ বা ভাতা গ্রহণে বাধার সমস্যার সম্মুখীন হচ্ছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com