নারায়াণগঞ্জ

৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১৭ মে) সকাল থেকে দিনব্যাপী উপজেলার পৌর এলাকার অর্জুন্দী, ভট্রপুর,ভবনাথপুর, গোবিন্দপুর, দত্তপাড়া ৫ টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর।

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবত ব্যবহার করার কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। পর্যায়ক্রমে সারা সোনারগাঁওয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com