নারায়াণগঞ্জ

ময়লা পানিতে নেমে থাকার ঘোষানা শামীম ওসমান

নারায়ণগঞ্জের ফতুল্লাবাসীর জলাবদ্ধতা না কমলে গলা পর্যন্ত ময়লা পানিতে নেমে দাঁড়িয়ে থাকার ঘোষানা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় কেন্দ্রীয় পানি শোধানাধার এলাকায় ডিএনডি প্রকল্প পরির্দশন শেষে তিনি এ ঘোষনা দেন।

শামীম ওসমান বলেন, অতিবৃষ্টির কারণে পানি জমে বড় একটি সমস্যা হয়েছে। রাতের মধ্যে এই পানি নেমে যাওয়ার কথা। যদি আমাদের প্রত্যশা যদি পূরণ না হয় তাহলে যেখানে পানি থাকবে সেখানে গিয়ে ময়লা পানিতে গলা পর্যন্ত নেমে দাড়িয়ে থাকবো।

গত তিন দিনের সামান্য বৃষ্টিতে ডিএনডি(ঢাকা,নারায়নগঞ্জ,ডেমরা) বাধের ভিতরে বসবাসকারী ৩০লাখ মানুষ জলাবদ্ধতার কারনে পানি বন্দি হয়ে থাকে। এই জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার দুই ভাগে বরাদ্ধ দিয়েছেন। কিন্তু এ প্রকল্পের কাজ দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ৬বছরে শেষ হয়নি। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে ডিএনডি সংস্কার প্রকল্পের কাজ শেষ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়ে বলেন ত ানা হলে জনগনকে নিয়ে আন্দোলন করার ঘোষনা দেন।

১২শ’ ৯৯ কোটি টাকার এ ডিএনডি প্রকল্পের কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিলো জানিয়ে শামীম ওসমান বলেন, ফতুল্লার কুতুবপুর থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জ ও ডেমরা অংশের কাজ যদি শেষ করতে না পারে তাহলে এটা ব্যর্থতা। তবে জনগণের প্রতি অনুরোধ থাকবে যে খালগুলো খনন করা হচ্ছে সেগুলোতে পূর্ণরায় যেন ময়লা না ফেলে।


ডিএনডি প্রজেক্টের প্রকল্প পরিচালক জানান, প্রজেক্টের সম্পুন্ন কাজ শেষ করেতে আগামী জুন মাস পর্যন্ত সময় চাওয়া হয়েছে। তবে প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে।  কয়েকদিনের বৃষ্টির কারনে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আজ বিকেল নাগদ পানি সেচে কমিয়ে আনা হবে। তবে তিনি সংস্কার করা খালে ময়লা আর্বজনা না ফেলার আহবান জানিয়ে বলেন, জনগনে সচেতন হতে হবে। যাতে পানি পাম্প হাউজে আসতে কোন বাধাঁ সৃষ্টি না হয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com