নারায়াণগঞ্জ

যারা ভয় পায়, যাদের আত্মবিশ্বাস কম, তারাই দেশের উন্নয়ন চায় না পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

যারা ভয় পায়, যাদের আত্মবিশ্বাস কম তারাই দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, তারা ভয় পায় বলেই তারা বলে কি ধরকার ছিলো পদ্মা সেতু, মেট্রোরেল, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ করার। যাদের ক্ষুদ্র মন ও নিম্ন মনের মানুষ তারাই এগুলো বলে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ভূইয়ারভাগ এলাকায় বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর সাহসের প্রতি সম্মান জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জানেন আমাদের পকেটে টাকা কম, তাও তিনি দেশের মানুষের কথা ভেবে, উন্নয়নের কথা ভেবে নানা প্রকল্পের উদ্যোগ নেন। কিন্তু অনেক নিন্দুকেরা বলে দেশ নাকি ডুবে যাবে, শ্রীলংকা হয়ে যাবে। কিন্তু না, বরং শ্রীলংকা আমাদের কাছেও আসতে পারবে না।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর নানা স্মৃতিচারন করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবনী পড়তে হবে। সেখানে অনেক শিক্ষনীয় বিষয় আছে।  

বিদ্যানিকেতন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী, অতিরিক্ত সচিব বিশ^জিৎ ভট্ট্রাচার্জ, নারায়ণগঞ্জ কলেজের উপাধ্যক্ষ ফজলুল হক সহ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যরা।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com